Tuesday, 31 August 2021

তেমার আমার কিছু সময়


একদিন এই পুকুর ঘাটে,
তুমি আমি বসবো ক্ষণে।
চায়ের কাপে ঠোঁট বুলিয়ে,
মিষ্টি হেসে ভাসবো মোরা
কথার স্রোতে।।।

Sunday, 22 August 2021

LookUp Point @Ampang!! Sunset at Bukit Ampang Lookout Point #Pemandangan...

হ্যালো বন্ধুরা

আজকের এই ছোট ব্লগটি এখনকার সময়ের একটু ভিন্ন ব্লগ হবে।আজ যেই জায়গাটিতে যাবো তা একসময়ে অনেক বিখ্যাত ছিল যা এখন পরিত্যক্ত,আর জায়গাটির হল বুকিত আম্পাং এলাকার লুকআউট পয়েন্ট।সুন্দর দৃশ্যাবলী।শহরের পূর্ব প্রান্তে আম্পাংয়ের পাহাড়ের উপর লুকআউট পয়েন্টটি প্রাক্তন রেস্তোরাঁ এবং লুকআউট এলাকা বন্ধ হওয়ার পরে রাস্তার পাশে কয়েকটি খাবারের স্টল সহ পুরো শহর জুড়ে একটি দুর্দান্ত দৃশ্য উপস্থাপন করে।এটি সত্যিই চমৎকার দৃশ্য এখানে।তাই এই ছোট ভিডিওটি বন্ধুরা উপভোগ করুন! বর্তমান অবস্থায় ফুড কার্টগুলো সহ ভিডিও করা পসিবল হয়নি কারো এই street food cart খোলা ছিল না।  

আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দয়া করে আমার ভিডিও আপডেট করতে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না যদি কোন প্রশ্ন নীচে মন্তব্য করুন।ধন্যবাদ।


Friday, 19 March 2021

রাতের খোলা চিঠি

মালেয়শিয়ায় এখন ভোর ৫ঃ২৫।
একবার এপাশ করি আরেকবার ওপাশ করি, ঘুম আসছে না বিগত তিন চারদিন হলো।কেন আসছে না কি কারন ঐ বিষয়ে নাইবা গেলাম।এই সময় গুলোতে আমি ভীষন অন্যরকম হয়ে যাই।। নিজের সাথে সময় কাটাতে মন চায়, নিজের সাথে মনে মনে কথা বলি, চিন্তা করি, নিজেকে বিচার করি।।নিজে নিজের বিচারক হওয়া বড্ড একটা ব্যাপার।আমরা তো এই রঙিন চশমার এই রঙিন দুনিয়ায় বড্ড মাতোয়ারায় ব্যস্ত, ভুলেই বসি নিজেকে, নিজেকে আবিষ্কারের মধ্যে একটা মজা আছে। এই সময়ে পাওয়া হিসাবের ভুলগুলোর কারনে বড্ড শাসন করা যায় নিজেকে।।তোমরা তো জানোই আমাকে শাসন করা মহাকালের সেকালের মত একটা ব্যাপার।।আমি বাঁধে বন্দি হই এমন মানুষের সংখ্যা গুটি কয়েক।। পাগলা হাওয়ায় মাততে আমার না বড্ড ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে।

#রাতের_খোলা_চিঠি

Saturday, 25 July 2020

মেঘ

মেঘ
মেঘ ডেকে বলে,
কিরে...পাগলী,
দূরে কেনোও..,কাছে আয়',
কাছে আয়,
তোকে এক মুঠোও মেঘ দিবো,
মেঘের ভেলায়.... তোকে. ভাসাবো,
আসবি... কাছে,
তোকে... মেঘের রাজ্যের রানী বানাবো,
মেঘের...ভালোবাসায়.
ভেসে বেড়াবি তুই,
কিরে..আসবিনা,
আমায়. ছুবি না।

পাগলী হাসে,
আর এক দৌড়ে ঝাপিয়ে পরে,
মেঘ তাকে আলিঙ্ন করে নিবে 
বলে,
এই আশায়....!!

কিন্তু...ওতো মরিচীকা,
হারিয়ে যাওয়ার নেইকো মানা,

পাগলী তাও হাসে,
আর বলে,
একি খেলায় মাতালি মেঘ।
তোর নেশায় আমি দিশেহারা,
একটু আলিঙ্ন কর না মেঘ,
একটু....
একটুখানি ছোয়া দে না মেঘ।।

রাত চৌধুরী(নুসরাত)

Tuesday, 7 July 2020

নীল পদ্ম

নীল পদ্ম,
আমায় কি দেবে
এক পুকুর নীল পদ্ম ,
সেই পুকুরে.. ভেসে বেড়াবো আমি!
ভেলায় চড়ে এই ডিঙি থেকে
ওই ডিঙি হাতড়ে বেড়াবো,
যেমনটা হাতড়ে.. বেড়াই.
আমি এখনও।
বেদনাগুলোকে সাজিয়ে গুছিয়ে
সিন্ধুকে তুলে রাখি।
জানো, যত্ন করে চাবি ও দিয়ে রাখি।
মাঝে মাঝে. ....
খুব... যত্নে...,
খুলে ধূলও.. ঝাড়ি,
জানো. ....
তখন তোমায়., বড়ই মনে পড়ে
মাঝে মাঝে ভেবেও বসি,
থাকলে এখন কি করতে,
খুব জানতে ইচ্ছা করে
বলতে নাকি ডেকে ,
নীল শাড়িতে মানায় ও বেশ!!!

Nusrat Chowdhury

Friday, 19 June 2020

একটা অনুভূতি

নুসরাত  কী ছিলেন কী হতে পারতেন সেসব আজ অপ্রয়োজনীয়। তাঁর ঔজ্জ্বল্য ও মেনে নেয়ার মানসিকতা নৈকট্য না নিলে লিখে বলে বোঝানো অসম্ভব। 

প্রগতি মুক্তচিন্তা পরমতসহিষ্ণুতা এগুলো কেতাবে আছে, কর্তব্যে নাই! যদি উপর্যুক্ত তিনটি মহত্তর গুণের সন্নিবেশ জানতে আগ্রহী হন,তবে নুসরাত সাথে কথা বলুন প্লিজ....। বন্ধুত্ব সব দলের সঙ্গে, অকপটে বলেন নিজের মতাদর্শের দোষ গুণ সীমাবদ্ধতা নিয়ে...। অন্ধ নন,একপেশে নন,প্রচারকামী নন।  সেইজন্যই সে অনন্য অসাধারণ অতুল। 

তার স্পৃহা চেতনা আর অনুভব জেগে থাকুক প্রজন্মান্তরে। শ্রেষ্ঠ বক্তার গুণ জানতে গিয়ে জেনেছি,  সাধারণ বক্তা মুখে বলে, শ্রোতা কানে শোনে;অসাধারণ বক্তা হৃদয় দিয়ে বলে শ্রোতাও হৃদয়ে নেয় গুঁজে। " আমার এই লেখাও হৃদয়ের আর্তি দিয়ে সাজানো, আপনার হৃদয় গ্রহণ করেছে কী??

তবে ধন্যবাদ সুন্দরতম শ্রুতিময় একটা  তুই চাই '।।।

Wednesday, 10 June 2020

আরো একটা দিন//Nusrat - The Story Teller





আরো একটা দিন, আরো একটা দিন,
আমি হাঁটতে চাই তোমার হাটটি ধরে।
আরো একটা দিন আমি কাঁদতে চাই
তোমার কোলে মাথা রেখে।

সবুজ জমিনে বসে থেকে
মুক্ত হাওয়ায় হাতটি মেলে
কাটিয়ে দিতে চাই তিনটি প্রহর।
কাটিয়ে দিতে চাই অফিসের সময়
কাটিয়ে দিতে চাই একটা রাত।
যে রাতে আকাশে থাকবে পূর্ণ চাঁদের আলো
যে রাতে হাওয়ায় খেলা করবে
জোনাক পোকার দল
যে রাতে কোলাহল ভেঙ্গে ছুঁটে আসবে
ভালোবাসার পঙ্গপাল।

বিশালাকাশ শুভ্র মেঘ, চাদের নিয়ন আলো
সবুজের গালিচায় দোহাই একবার
রুপের সূধা ঢালো।
যে রুপের আগুনে পুড়ে ছাড় খার হয়ে যায়
এক রাজ নগরী,
আমি আছি তোমার পাহাড়ায়
অতন্দ্র এক প্রহরী।

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...