Wednesday, 10 June 2020
আরো একটা দিন//Nusrat - The Story Teller
আরো একটা দিন, আরো একটা দিন,
আমি হাঁটতে চাই তোমার হাটটি ধরে।
আরো একটা দিন আমি কাঁদতে চাই
তোমার কোলে মাথা রেখে।
সবুজ জমিনে বসে থেকে
মুক্ত হাওয়ায় হাতটি মেলে
কাটিয়ে দিতে চাই তিনটি প্রহর।
কাটিয়ে দিতে চাই অফিসের সময়
কাটিয়ে দিতে চাই একটা রাত।
যে রাতে আকাশে থাকবে পূর্ণ চাঁদের আলো
যে রাতে হাওয়ায় খেলা করবে
জোনাক পোকার দল
যে রাতে কোলাহল ভেঙ্গে ছুঁটে আসবে
ভালোবাসার পঙ্গপাল।
বিশালাকাশ শুভ্র মেঘ, চাদের নিয়ন আলো
সবুজের গালিচায় দোহাই একবার
রুপের সূধা ঢালো।
যে রুপের আগুনে পুড়ে ছাড় খার হয়ে যায়
এক রাজ নগরী,
আমি আছি তোমার পাহাড়ায়
অতন্দ্র এক প্রহরী।
Subscribe to:
Post Comments (Atom)
আলিঙ্গন
তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি। দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়, তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...
-
হ্যালো বন্ধুরা আজকের এই ছোট ব্লগটি এখনকার সময়ের একটু ভিন্ন ব্লগ হবে।আজ যেই জায়গাটিতে যাবো তা একসময়ে অনেক বিখ্যাত ছিল ...
-
একদিন এই পুকুর ঘাটে, তুমি আমি বসবো ক্ষণে। চায়ের কাপে ঠোঁট বুলিয়ে, মিষ্টি হেসে ভাসবো মোরা কথার স্রোতে।।।
No comments:
Post a Comment