Tuesday, 18 June 2024

আলিঙ্গন


তোমার স্পর্শের আশায় বাঁচি-
মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি। 
দূরের ঐ নীল আকাশে-
দূরের তারার মিটিমিটি আলোর আভায়, 
তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালোবাসার জাল বুনি।

মাঝে মাঝে মনে হয়
মৃত্যুর মিছিলে হারিয়ে যাচ্ছি আমি-
ছিলো কত শত হাজারো রাগ অভিমান -
সকলই তোমারই কাছে।
মাঝে মাঝে জানতে চাই কেনো এত ভালোবাসো?
অভিমানে মুখ লুকোতে চাই তোমারই লৌহ বাহুতে।
ফিসফিসিয়ে বলতে চাই
ভুলে গিয়ে যতো অভিযোগ-অনুযোগ
ফেলো না হয় দু ফোঁটা চোখের জল।
তবুও-
ভুলো নাকো কভু এ আমায়-
যেও নাকো একলা করে নদীরও ঐ পাড়ে।

কেমন আছো জানি না, 
জানতেও চাই না-
জানি কিছুদিন পরে 
এই আমায় ভুলে
হাসবে তুমি অন্য কিছু নিয়ে।
তাই হাজারো কষ্ট বুকে চাপিয়ে 
অভিমানের নরম কন্ঠে জানতেও চাই না-
কেমন করে কাটে এই দিব্য-নিশি তোমার? 

এই আমি আজ ছন্নছাড়া -
উদ্বাস্তু হয়ে ঘোরা পাখিটার মত।
কিন্তু জানতো -
আমার হৃদয় জুড়ে শুধুই তুমি তুমিময় , 
তোমার মুখের হাসি,
আজও বড্ড ভালোবাসি-
লাংগন ফেলা গানের মত
গুনগুনিয়ে বলে উঠি-
আজও ভালোবাসি!

দুষ্ট -মিষ্টি হাসি আর এই মাতাল আমি
তোমার চোখের তারায়
নিজেকে নিয়ে ভাসি।

দূরত্ব আমাদের মাঝে অনেক-
তবুও মনের কোনে তোমায় কাছে টানি।
ললাটে নিজেকে ডুবিয়ে
প্রতিদিন স্বপ্নে দেখি -
তোমার হাসি, তোমার কথা-
তোমার গুণগুণিয়ে গেয়ে উঠা।
এ যেনো অভ্যাস আমার।

সময়!
সময় তো বয়ে যায়-
বছরের পর বছর
হাজারের পর হাজার
মাইলের পর মাইল-
আমরা দুজনেই আছি আমাদের জায়গায়।

তবুও একদিন হয়তো 
মিলবে আমাদের পথ।
দূরত্ব ভুলে, হাত ধরে হাঁটবো সে পথ।

হোক সে হাজার মাইলের দূরত্ব-
তোমার প্রতি আমার অনুভূতি-
অটুট
থাকবে চিরকাল।

দূরের আকাশের তারা হয়ে-
জ্বলে থাকবে এই ভালোবাসা অবিরাম।

আর নয়তো দীর্ঘ নিঃশ্বাসে!!!
নয়তো কোন বাতাসের কলতানে
শুনবে তুমি - জানবে তুমি 
ভালোবাসি তোমায়।

'আলিঙ্গন'
নুসরাত চৌধুরী রাত
১৯.জুন.২০২৪
রাত-১২:৫৫

No comments:

Post a Comment

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...