Tuesday, 31 August 2021

তেমার আমার কিছু সময়


একদিন এই পুকুর ঘাটে,
তুমি আমি বসবো ক্ষণে।
চায়ের কাপে ঠোঁট বুলিয়ে,
মিষ্টি হেসে ভাসবো মোরা
কথার স্রোতে।।।

No comments:

Post a Comment

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...