নীল পদ্ম,
আমায় কি দেবে
এক পুকুর নীল পদ্ম ,
সেই পুকুরে.. ভেসে বেড়াবো আমি!
ভেলায় চড়ে এই ডিঙি থেকে
ওই ডিঙি হাতড়ে বেড়াবো,
যেমনটা হাতড়ে.. বেড়াই.
আমি এখনও।
বেদনাগুলোকে সাজিয়ে গুছিয়ে
সিন্ধুকে তুলে রাখি।
জানো, যত্ন করে চাবি ও দিয়ে রাখি।
মাঝে মাঝে. ....
খুব... যত্নে...,
খুলে ধূলও.. ঝাড়ি,
জানো. ....
তখন তোমায়., বড়ই মনে পড়ে
মাঝে মাঝে ভেবেও বসি,
থাকলে এখন কি করতে,
খুব জানতে ইচ্ছা করে
বলতে নাকি ডেকে ,
নীল শাড়িতে মানায় ও বেশ!!!
Nusrat Chowdhury
আমায় কি দেবে
এক পুকুর নীল পদ্ম ,
সেই পুকুরে.. ভেসে বেড়াবো আমি!
ভেলায় চড়ে এই ডিঙি থেকে
ওই ডিঙি হাতড়ে বেড়াবো,
যেমনটা হাতড়ে.. বেড়াই.
আমি এখনও।
বেদনাগুলোকে সাজিয়ে গুছিয়ে
সিন্ধুকে তুলে রাখি।
জানো, যত্ন করে চাবি ও দিয়ে রাখি।
মাঝে মাঝে. ....
খুব... যত্নে...,
খুলে ধূলও.. ঝাড়ি,
জানো. ....
তখন তোমায়., বড়ই মনে পড়ে
মাঝে মাঝে ভেবেও বসি,
থাকলে এখন কি করতে,
খুব জানতে ইচ্ছা করে
বলতে নাকি ডেকে ,
নীল শাড়িতে মানায় ও বেশ!!!
Nusrat Chowdhury
No comments:
Post a Comment