Nusrat's Travel
Tuesday, 18 June 2024
আলিঙ্গন
Wednesday, 8 May 2024
Bona,Bali,Indonesia 2017
আমি Bona-র যেই জায়গায় আছি এত সুন্দর আর শান্তি না বসলে বোঝার উপায় নাই, আমি না বসলে এই কারণে বললাম আমার একটা fav জায়গা আছে, যেখানে বসে আমি কফি নি আর সৌন্দর্য উপভোগ করি।
সবুজ আর সবুজ আর কী নিশ্চুপ। চরম feelings...😘😘😘😘😘
Keramas Giyanar Beach
Valcanor- ছাই এই beach- এ এসে পড়ায় পুরা beach - টার বালিই কালো আর এইটাই যেনো তার সৌন্দর্য।
Ubud Jalan Jembawan
আজ ছিল ১৭ই শুক্রবার ২০১৭। কাল শ্রীদেবীর নাগিন movie দেখে সারারাত ঘুমাইনি। সকালবেলায় উঠে যখন বাইরে গেলাম তখনও ঘুমের রেশ কাটেনি, মেজমেজ শরীর নিয়ে বাইরে গিয়ে দেখি Kentu's wife বাইরে বসা, অনেকক্ষন গল্প হলো। বলল আজ সে আমাকে তার কাজের জায়গায় নিয়ে যাবে। আমিও গেলাম,Bona থেকে Ubud ৩০ মিনিট এর পথ, পুরাই tourist place....market-এ বিচিত্র সব মানুষের আনাগোনা, কত জাতের যে মানুষ আছে। আমি ঘুরলাম আর হা করে করে গিললাম। feels gud..
যখন কথা হচ্ছিল তখন plan করছিলাম যে আজ রাতে আমি ইন্দোনেশিয়ান খাবার রান্না করব। তাই ঘুরে আসার পথে টুকটাক বাজার করে আনলাম, যা plan তাই এসে রান্না করলাম Sayur Hijao , tofu and another one sweets..Katu's wife also help me.আজ আমি tofu কিভাবে বানায় step by step দেখে চুলা থেকে নামিয়ে কেটে নিয়ে আসছি..🤣🤣🤣🤣🤣🤣
Gungue Angun (দূর থেকে aungun দেখার সৌভাগ্য )
পৃথিবীটা এতো সুন্দর কেমনে হয়। কত কিছুই করার আছে, কত কিছুই দেখার আছে, আমরা তা না করে, রেসে নেমে পরি। বড়োই আশ্চয লাগে, কতগুলো ইতর শ্রেণীর মানুষদের নিয়েও কেমনে তার সৌন্দর্য ধরে রাখে। দেখেই চোখ জুড়ায় যায়। মনে হয় আহ কি শান্তি। এমনই একটা জায়গায় আমি এখন , যেখানে নিজেকে বড়ই তুচ্ছ মনে হয়। অবশ্য place- টা দেখার সৌভাগ্য করে দেয় Giya(আমরা যেখানে উঠছি সেখানের caretaker- এর wife) . ওর বোন যেই place- টার take care করে, ওখানে একটা ছোটো টিলা দিছে, টিলায় উঠার পর বুঝা গেলো place - টার আসল সৌন্দর্য,অস্থির সেই place, ও খোদা, এ যেন খোদা নিজ হাত দিয়ে তা বুনেছেন , আমাদের দেশের নকশী কাঁথার মতো। এক পাশে পাহাড়ের বেষ্টনী , দূরে মেঘের সাথে মিলে সে যে কি এক লুকোচুরি খেলায় মেতেছে। এই দেখি মাথা উঁচু করে বীর দর্পে দাঁড়িয়ে আছে ক্ষনিকেই দেখি হাওয়ায় বিলীন। সাথেই বিস্তীর্ণ ধানী জমি। ওদের লুকোচুরি খালা দেখবো নাকি সবুজের সমারোহ দেখবো , এরকম দোমনা অবস্থাতেই পাগল হয়ে গেলাম যখন আরেক পাশে তাকিয়ে অথৈই সমুদ্র। (ইহার মাঝেই আমি আবার ও অথৈই নামটির প্রেমে পড়লাম)। সে এক অপুরূপ লীলা।
এত পাখি এই ছোট জায়গাটাতে গাছগুলোতে ফুল আসছে ছোট পাখিগুলো মনের আনন্দে উড়ে উড়ে ঘুরে বেরাচ্ছে , এই ফুলে তো ওই ফুলে , বক মাছরাঙ্গারাও পিছিয়ে নেই।
বৃষ্টি আমার বড়ই ভালো লাগে , বৃষ্টি আসলেই আমার মন চায় ছুটে বের হয়ে যাই ,হয়ে যাই বৃষ্টিকন্যা অবশ্যই হাতে ধুয়া উড়া এক কাপ চা অথবা কফি, কথাই নাই কিন্তু এই প্রথম আমার বৃষ্টি শুধু কাপ হাতে দেখতেই ভালো লাগলো সঙ্গী ছিলো আমার one and only কারিগর made partner,who accept me who I am and what I am, whose my commande is always his Dream, he never tell me all this bullshit but i can feel because everybody knows about girls sixth sence power bla bla bla.........(My Husband)
রংতুলিটাকে বড়ই মিস করছি আর তা ছেড়ে দেওয়ার দুঃখ হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে জামাইজান বেঁচে গেছো vanity luggage- এর সাথে তখন painting luggage- ও বহন করা লাগতো।
Tuesday, 31 August 2021
তেমার আমার কিছু সময়
Sunday, 22 August 2021
LookUp Point @Ampang!! Sunset at Bukit Ampang Lookout Point #Pemandangan...
হ্যালো বন্ধুরা
আজকের এই ছোট ব্লগটি এখনকার সময়ের একটু ভিন্ন ব্লগ হবে।আজ যেই জায়গাটিতে যাবো তা একসময়ে অনেক বিখ্যাত ছিল যা এখন পরিত্যক্ত,আর জায়গাটির হল বুকিত আম্পাং এলাকার লুকআউট পয়েন্ট।সুন্দর দৃশ্যাবলী।শহরের পূর্ব প্রান্তে আম্পাংয়ের পাহাড়ের উপর লুকআউট পয়েন্টটি প্রাক্তন রেস্তোরাঁ এবং লুকআউট এলাকা বন্ধ হওয়ার পরে রাস্তার পাশে কয়েকটি খাবারের স্টল সহ পুরো শহর জুড়ে একটি দুর্দান্ত দৃশ্য উপস্থাপন করে।এটি সত্যিই চমৎকার দৃশ্য এখানে।তাই এই ছোট ভিডিওটি বন্ধুরা উপভোগ করুন! বর্তমান অবস্থায় ফুড কার্টগুলো সহ ভিডিও করা পসিবল হয়নি কারো এই street food cart খোলা ছিল না।
আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দয়া করে আমার ভিডিও আপডেট করতে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না যদি কোন প্রশ্ন নীচে মন্তব্য করুন।ধন্যবাদ।
Friday, 19 March 2021
রাতের খোলা চিঠি
মালেয়শিয়ায় এখন ভোর ৫ঃ২৫।
একবার এপাশ করি আরেকবার ওপাশ করি, ঘুম আসছে না বিগত তিন চারদিন হলো।কেন আসছে না কি কারন ঐ বিষয়ে নাইবা গেলাম।এই সময় গুলোতে আমি ভীষন অন্যরকম হয়ে যাই।। নিজের সাথে সময় কাটাতে মন চায়, নিজের সাথে মনে মনে কথা বলি, চিন্তা করি, নিজেকে বিচার করি।।নিজে নিজের বিচারক হওয়া বড্ড একটা ব্যাপার।আমরা তো এই রঙিন চশমার এই রঙিন দুনিয়ায় বড্ড মাতোয়ারায় ব্যস্ত, ভুলেই বসি নিজেকে, নিজেকে আবিষ্কারের মধ্যে একটা মজা আছে। এই সময়ে পাওয়া হিসাবের ভুলগুলোর কারনে বড্ড শাসন করা যায় নিজেকে।।তোমরা তো জানোই আমাকে শাসন করা মহাকালের সেকালের মত একটা ব্যাপার।।আমি বাঁধে বন্দি হই এমন মানুষের সংখ্যা গুটি কয়েক।। পাগলা হাওয়ায় মাততে আমার না বড্ড ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে।
#রাতের_খোলা_চিঠি
Saturday, 25 July 2020
মেঘ
Tuesday, 7 July 2020
নীল পদ্ম
আমায় কি দেবে
এক পুকুর নীল পদ্ম ,
সেই পুকুরে.. ভেসে বেড়াবো আমি!
ভেলায় চড়ে এই ডিঙি থেকে
ওই ডিঙি হাতড়ে বেড়াবো,
যেমনটা হাতড়ে.. বেড়াই.
আমি এখনও।
বেদনাগুলোকে সাজিয়ে গুছিয়ে
সিন্ধুকে তুলে রাখি।
জানো, যত্ন করে চাবি ও দিয়ে রাখি।
মাঝে মাঝে. ....
খুব... যত্নে...,
খুলে ধূলও.. ঝাড়ি,
জানো. ....
তখন তোমায়., বড়ই মনে পড়ে
মাঝে মাঝে ভেবেও বসি,
থাকলে এখন কি করতে,
খুব জানতে ইচ্ছা করে
বলতে নাকি ডেকে ,
নীল শাড়িতে মানায় ও বেশ!!!
Nusrat Chowdhury
আলিঙ্গন
তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি। দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়, তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...
-
বৃহস্পতিবার ২১শে March ২০১৯ রাত ১২:০৫ সামসুর রহমান, আমার ছোট মামা, আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। আমার লিখার জগতে সবসময় আমার জীবনে ঘটে ...
-
নুসরাত কী ছিলেন কী হতে পারতেন সেসব আজ অপ্রয়োজনীয়। তাঁর ঔজ্জ্বল্য ও মেনে নেয়ার মানসিকতা নৈকট্য না নিলে লিখে বলে বোঝানো অসম্ভব। প্রগতি মুক্ত...
-
7th February 2017 রাত ১০ টায় অবশেষে বালী এসে পৌঁছালাম । জীবনটা বড়ই বিচিত্র । কিন্তু যাইহোক In my life all excitements all thrills, ...