Tuesday, 31 August 2021

তেমার আমার কিছু সময়


একদিন এই পুকুর ঘাটে,
তুমি আমি বসবো ক্ষণে।
চায়ের কাপে ঠোঁট বুলিয়ে,
মিষ্টি হেসে ভাসবো মোরা
কথার স্রোতে।।।

Sunday, 22 August 2021

LookUp Point @Ampang!! Sunset at Bukit Ampang Lookout Point #Pemandangan...

হ্যালো বন্ধুরা

আজকের এই ছোট ব্লগটি এখনকার সময়ের একটু ভিন্ন ব্লগ হবে।আজ যেই জায়গাটিতে যাবো তা একসময়ে অনেক বিখ্যাত ছিল যা এখন পরিত্যক্ত,আর জায়গাটির হল বুকিত আম্পাং এলাকার লুকআউট পয়েন্ট।সুন্দর দৃশ্যাবলী।শহরের পূর্ব প্রান্তে আম্পাংয়ের পাহাড়ের উপর লুকআউট পয়েন্টটি প্রাক্তন রেস্তোরাঁ এবং লুকআউট এলাকা বন্ধ হওয়ার পরে রাস্তার পাশে কয়েকটি খাবারের স্টল সহ পুরো শহর জুড়ে একটি দুর্দান্ত দৃশ্য উপস্থাপন করে।এটি সত্যিই চমৎকার দৃশ্য এখানে।তাই এই ছোট ভিডিওটি বন্ধুরা উপভোগ করুন! বর্তমান অবস্থায় ফুড কার্টগুলো সহ ভিডিও করা পসিবল হয়নি কারো এই street food cart খোলা ছিল না।  

আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দয়া করে আমার ভিডিও আপডেট করতে লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না যদি কোন প্রশ্ন নীচে মন্তব্য করুন।ধন্যবাদ।


Friday, 19 March 2021

রাতের খোলা চিঠি

মালেয়শিয়ায় এখন ভোর ৫ঃ২৫।
একবার এপাশ করি আরেকবার ওপাশ করি, ঘুম আসছে না বিগত তিন চারদিন হলো।কেন আসছে না কি কারন ঐ বিষয়ে নাইবা গেলাম।এই সময় গুলোতে আমি ভীষন অন্যরকম হয়ে যাই।। নিজের সাথে সময় কাটাতে মন চায়, নিজের সাথে মনে মনে কথা বলি, চিন্তা করি, নিজেকে বিচার করি।।নিজে নিজের বিচারক হওয়া বড্ড একটা ব্যাপার।আমরা তো এই রঙিন চশমার এই রঙিন দুনিয়ায় বড্ড মাতোয়ারায় ব্যস্ত, ভুলেই বসি নিজেকে, নিজেকে আবিষ্কারের মধ্যে একটা মজা আছে। এই সময়ে পাওয়া হিসাবের ভুলগুলোর কারনে বড্ড শাসন করা যায় নিজেকে।।তোমরা তো জানোই আমাকে শাসন করা মহাকালের সেকালের মত একটা ব্যাপার।।আমি বাঁধে বন্দি হই এমন মানুষের সংখ্যা গুটি কয়েক।। পাগলা হাওয়ায় মাততে আমার না বড্ড ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে।

#রাতের_খোলা_চিঠি

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...