মেঘ
মেঘ ডেকে বলে,
কিরে...পাগলী,
দূরে কেনোও..,কাছে আয়',
কাছে আয়,
তোকে এক মুঠোও মেঘ দিবো,
মেঘের ভেলায়.... তোকে. ভাসাবো,
আসবি... কাছে,
তোকে... মেঘের রাজ্যের রানী বানাবো,
মেঘের...ভালোবাসায়.
ভেসে বেড়াবি তুই,
কিরে..আসবিনা,
আমায়. ছুবি না।
পাগলী হাসে,
আর এক দৌড়ে ঝাপিয়ে পরে,
মেঘ তাকে আলিঙ্ন করে নিবে
বলে,
এই আশায়....!!
কিন্তু...ওতো মরিচীকা,
হারিয়ে যাওয়ার নেইকো মানা,
পাগলী তাও হাসে,
আর বলে,
একি খেলায় মাতালি মেঘ।
তোর নেশায় আমি দিশেহারা,
একটু আলিঙ্ন কর না মেঘ,
একটু....
একটুখানি ছোয়া দে না মেঘ।।
রাত চৌধুরী(নুসরাত)