Saturday, 25 July 2020

মেঘ

মেঘ
মেঘ ডেকে বলে,
কিরে...পাগলী,
দূরে কেনোও..,কাছে আয়',
কাছে আয়,
তোকে এক মুঠোও মেঘ দিবো,
মেঘের ভেলায়.... তোকে. ভাসাবো,
আসবি... কাছে,
তোকে... মেঘের রাজ্যের রানী বানাবো,
মেঘের...ভালোবাসায়.
ভেসে বেড়াবি তুই,
কিরে..আসবিনা,
আমায়. ছুবি না।

পাগলী হাসে,
আর এক দৌড়ে ঝাপিয়ে পরে,
মেঘ তাকে আলিঙ্ন করে নিবে 
বলে,
এই আশায়....!!

কিন্তু...ওতো মরিচীকা,
হারিয়ে যাওয়ার নেইকো মানা,

পাগলী তাও হাসে,
আর বলে,
একি খেলায় মাতালি মেঘ।
তোর নেশায় আমি দিশেহারা,
একটু আলিঙ্ন কর না মেঘ,
একটু....
একটুখানি ছোয়া দে না মেঘ।।

রাত চৌধুরী(নুসরাত)

Tuesday, 7 July 2020

নীল পদ্ম

নীল পদ্ম,
আমায় কি দেবে
এক পুকুর নীল পদ্ম ,
সেই পুকুরে.. ভেসে বেড়াবো আমি!
ভেলায় চড়ে এই ডিঙি থেকে
ওই ডিঙি হাতড়ে বেড়াবো,
যেমনটা হাতড়ে.. বেড়াই.
আমি এখনও।
বেদনাগুলোকে সাজিয়ে গুছিয়ে
সিন্ধুকে তুলে রাখি।
জানো, যত্ন করে চাবি ও দিয়ে রাখি।
মাঝে মাঝে. ....
খুব... যত্নে...,
খুলে ধূলও.. ঝাড়ি,
জানো. ....
তখন তোমায়., বড়ই মনে পড়ে
মাঝে মাঝে ভেবেও বসি,
থাকলে এখন কি করতে,
খুব জানতে ইচ্ছা করে
বলতে নাকি ডেকে ,
নীল শাড়িতে মানায় ও বেশ!!!

Nusrat Chowdhury

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...