Friday, 19 June 2020

একটা অনুভূতি

নুসরাত  কী ছিলেন কী হতে পারতেন সেসব আজ অপ্রয়োজনীয়। তাঁর ঔজ্জ্বল্য ও মেনে নেয়ার মানসিকতা নৈকট্য না নিলে লিখে বলে বোঝানো অসম্ভব। 

প্রগতি মুক্তচিন্তা পরমতসহিষ্ণুতা এগুলো কেতাবে আছে, কর্তব্যে নাই! যদি উপর্যুক্ত তিনটি মহত্তর গুণের সন্নিবেশ জানতে আগ্রহী হন,তবে নুসরাত সাথে কথা বলুন প্লিজ....। বন্ধুত্ব সব দলের সঙ্গে, অকপটে বলেন নিজের মতাদর্শের দোষ গুণ সীমাবদ্ধতা নিয়ে...। অন্ধ নন,একপেশে নন,প্রচারকামী নন।  সেইজন্যই সে অনন্য অসাধারণ অতুল। 

তার স্পৃহা চেতনা আর অনুভব জেগে থাকুক প্রজন্মান্তরে। শ্রেষ্ঠ বক্তার গুণ জানতে গিয়ে জেনেছি,  সাধারণ বক্তা মুখে বলে, শ্রোতা কানে শোনে;অসাধারণ বক্তা হৃদয় দিয়ে বলে শ্রোতাও হৃদয়ে নেয় গুঁজে। " আমার এই লেখাও হৃদয়ের আর্তি দিয়ে সাজানো, আপনার হৃদয় গ্রহণ করেছে কী??

তবে ধন্যবাদ সুন্দরতম শ্রুতিময় একটা  তুই চাই '।।।

Wednesday, 10 June 2020

আরো একটা দিন//Nusrat - The Story Teller





আরো একটা দিন, আরো একটা দিন,
আমি হাঁটতে চাই তোমার হাটটি ধরে।
আরো একটা দিন আমি কাঁদতে চাই
তোমার কোলে মাথা রেখে।

সবুজ জমিনে বসে থেকে
মুক্ত হাওয়ায় হাতটি মেলে
কাটিয়ে দিতে চাই তিনটি প্রহর।
কাটিয়ে দিতে চাই অফিসের সময়
কাটিয়ে দিতে চাই একটা রাত।
যে রাতে আকাশে থাকবে পূর্ণ চাঁদের আলো
যে রাতে হাওয়ায় খেলা করবে
জোনাক পোকার দল
যে রাতে কোলাহল ভেঙ্গে ছুঁটে আসবে
ভালোবাসার পঙ্গপাল।

বিশালাকাশ শুভ্র মেঘ, চাদের নিয়ন আলো
সবুজের গালিচায় দোহাই একবার
রুপের সূধা ঢালো।
যে রুপের আগুনে পুড়ে ছাড় খার হয়ে যায়
এক রাজ নগরী,
আমি আছি তোমার পাহাড়ায়
অতন্দ্র এক প্রহরী।

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...