Friday, 19 March 2021

রাতের খোলা চিঠি

মালেয়শিয়ায় এখন ভোর ৫ঃ২৫।
একবার এপাশ করি আরেকবার ওপাশ করি, ঘুম আসছে না বিগত তিন চারদিন হলো।কেন আসছে না কি কারন ঐ বিষয়ে নাইবা গেলাম।এই সময় গুলোতে আমি ভীষন অন্যরকম হয়ে যাই।। নিজের সাথে সময় কাটাতে মন চায়, নিজের সাথে মনে মনে কথা বলি, চিন্তা করি, নিজেকে বিচার করি।।নিজে নিজের বিচারক হওয়া বড্ড একটা ব্যাপার।আমরা তো এই রঙিন চশমার এই রঙিন দুনিয়ায় বড্ড মাতোয়ারায় ব্যস্ত, ভুলেই বসি নিজেকে, নিজেকে আবিষ্কারের মধ্যে একটা মজা আছে। এই সময়ে পাওয়া হিসাবের ভুলগুলোর কারনে বড্ড শাসন করা যায় নিজেকে।।তোমরা তো জানোই আমাকে শাসন করা মহাকালের সেকালের মত একটা ব্যাপার।।আমি বাঁধে বন্দি হই এমন মানুষের সংখ্যা গুটি কয়েক।। পাগলা হাওয়ায় মাততে আমার না বড্ড ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে।

#রাতের_খোলা_চিঠি

আলিঙ্গন

তোমার স্পর্শের আশায় বাঁচি- মনের ক্যানভাসে আঁকি তোমারই ছবি।  দূরের ঐ নীল আকাশে- দূরের তারার মিটিমিটি আলোর আভায়,  তোমার ছোঁয়ার ছন্দে তালে ভালো...